লিখছে কবি বসে বসে মন খুলে তার কবিতায়
সুখের নাগাল পায় না খুঁজে বন্দী ফ্রেমের ছবিটায়।
সুখ কখনো সয় না নাকি কপাল পোড়ার কপালে,
খুঁজতে গেলে সুখের বাড়ি, আসবে গল্প গোপালে।
এক যে ছিল রাজা মশাই, মন্ত্রী পাইক পেয়াদা
সুখের নাগাল পেতে তারা নামতো খেয়ে জল আদা।
সুখ বুঝি আর এই জীবনে আসলো না হায় নাগালে,
মিলবে তোফা ধোপার ব্যাটার সুখ পাখিকে জাগালে।
এই না শুনে ছুটলো সবাই শূন্য হয়ে দিগ্বিদিক,
ক্ষ্যাপা রাজা খেপলে পরে শুনবে না সে ভুল না ঠিক।
হায় রে সুখের পায়রাটা তুই আসবি না কি এই ভবে
পোড়া কপাল পুড়বে আরো ললাটে কি এই তবে?
এমনি করে চলে কবির কাব্যচর্চা জীবনভর,
ভাবনাতে তার গলদ ভরা চলছে বংশ পরম্পর।
বলবে কে হায় আজকে তারে খুলতে মনের আয়নাটা
সুখের পথে ফেলছে কাঁটা ভ্রান্ত জীবন ভাবনাটা।