দুষ্ট সময়ের চাকা বন বন করে ঘোরে
ঘোরে আমাদের চারপাশে,
নৈতিকতার পদস্খলনে নাভিশ্বাস তুলে
শ্বাপদেরা সব ধেয়ে ধেয়ে আসে।
উন্মত্ত উলঙ্গ নৃত্যে হার মেনে নেয় মা কালী
তবু ওদের নেই কোন উপলব্ধি,
কোপের পরে কোপ চলতেই থাকে
প্রাণবায়ু বের হওয়া না অব্দি।
ধর্ষণে ওরা তান্ডব চালায় করে সব তছনছ
ছাড় পায় না জননীও তার সন্তান সম্মুখে,
ঘৃণা তাই আজ হরতাল ডেকে হয়েছে ঘরবন্দী;
বিদ্রোহগুলোও লুকিয়েছে মুখ নির্জন এক কক্ষে।