কেন করলে? কিভাবে করলে?
সহী কিনা তুমি জানো,
বিদাতে বিদাতে ভরে গেছে সব
আহাম্মক তুমি মানো?
বর্ষবরণ, থার্টি ফার্স্টে
কিংবা জন্মদিনে
জাত হারানোর ভয়ে কাঁপে
বহু গুনী জনে।
বিদাত বলে তুলছে ফেনা
মরছে মাথা কুটে,
অনাহারীর কান্না তারা
দেখছে না তো মোটে।
বিদাত, সহী শব্দ কঠিন
বুঝি বড় কম,
অনাহারীর অন্ন যোগাই
গড়ি কোয়ান্টামম।
ধর্ম আছে বুকের ভেতর
আছে চেতনায়,
বিভাজনে স্রষ্টাকে আর
কেইবা কাছে পায়?
মূল খোঁজে না গুনীজনায়
ডালে পালে ঝোলে,
লাভ কী হবে তোমার আমার
ছোবড়া চুষে খেলে?