দিনের আলো নিভে যেতেই আকাশের বুকে
হেসে ওঠে এক ফালি চাঁদ ঝকঝকে।
হেসে ওঠে ছেলে বুড়ো যুবা তরুণ সাথে
কাল হবে ঈদ তাই আনন্দে সব মাতে।
গিন্নীরা কেউ আজ নেই অবসরে
মিষ্টি পায়েস রাঁধে মহা সমারোহে।
কাল হবে ঈদ জানি কাল হবে ঈদ
সুরে সুরে তাই সবাই গাইছে যে গীত।
জানে কাল হবে ঈদ তবু কারো বুকে
বেজে চলে ব্যথাগুলো বড় বেসুরে।
একা একা বসে ভাবে জীবনের কথা
কার লাগি হাসিমুখে সয়ে গেছে ব্যথা?
যারা ছিলো কাছে তার আপনের বেশে
বুকে তীর বেঁধালো তারাই অবশেষে।
অপমানে আঘাতে পিষে মারে যারা
একদিন ভেবেছিল বড় আপন এরা।
দেখে নি সে রাত দিন কোথা দিয়ে যায়
তিলে তিলে নিজেকে সে করে গেছে ক্ষয়।
থাক ভালো ছেলে তার, থাক সুখে মেয়ে
বোঝে নি সে দুর্দিন আসছে তার ধেয়ে।
আজ ভাবে কি হবে আর বেঁচে ধুঁকে ধুঁকে
যাই মরে, ল্যাঠা সব যাক চুকেবুকে।
ভেবে ভেবে হয় সারা, কেন কিসে হলো,
সঙ সাজা সংসারে সব এলোমেলো।
বেঁচে থাকার ইচ্ছেটা নেই তার মনে
মুক্তির পথ খোঁজে মৃত্যুর আলিঙ্গনে।
ভাবনাটা ভাবনাতেই থেমে গেলো শেষে
এখনো যে বহু কাজ বাকী রয়ে গেছে।