**আমার নাওয়াবী পাখির জন্য যে প্রতিনিয়ত আমাকে সুন্দর স্বপ্নে ডুবিয়ে রাখে।
ছাঁয়ার মতো আছি তোর পাশে, থাকবো তোর সাথে সাথে,
আমার স্বপ্ন এঁকে দেবো তোর ঐ দুটি মায়াবী চোখে।
এ ধরায় আছে যত সুন্দর, আছে যত কল্যাণ
নিয়ে আসবো তোর কাছে আমি, আনন্দ হাসি অফুরান।
আমার এ প্রাণের মাঝে আছে যত সুর, আছে যত গান
দেবো তোরে উজাড় করে, দেবো ভরিয়ে তোর প্রাণ।
অসুরের দলেরে করবো নিধন করতে জীবন তোর নিষ্কন্টক,
সোনা ঝরা আলো পড়বে ঝরে ঝরে ভেঙ্গে রুদ্ধ ফটক।
স্রষ্টা আছে তোর পাশে ওরে দিন রাত্রি অষ্ট প্রহর,
সোনা আমার খুব শীঘ্রি আসবে আঁধার দূর করা ভোর।