বার্তাকক্ষে বার্তা এসেছে
সময় তোমার শেষ,
চটজলদি উঠে পড়ো তুমি
নেই কিছু অবশেষ।
চলতি পথের পাথেয় তুলে
জলদি ওঠো যানে,
নেই দরকার পেছনে ফেরার
কিংবা বামে ডানে।
ফ্যালফ্যাল চোখে তাকিয়ে কেন
আগপর তুমি ভাবছো?
পাথেয় তোমার নেই কিছু তাই
তাই বুঝি ভয়ে কাঁপছো?
ভুলেছিলে হায় ফেরার কথাটি
ভুলেছিলে কেউ ডাকবে,
পসরা সাজিয়ে লাভ নেই কোন
সব কিছু পড়ে থাকবে।