রিনা দিদির "বার্তা দিলাম" পড়ে উদ্বুদ্ধ হলাম-
বার্তা দিলাম মেঘের খামে
বৃষ্টি জলে লিখে,
বার্তা দিলাম খামের ভেতর
একটি গোলাপ রেখে।
বার্তা দিলাম তোমার কাছে
একটি সুরের লোভে,
বার্তা দিলাম চোখের জলে
চেপে রাখা ক্ষোভে।
বার্তা দিলাম বার্তা দিলাম
নদীর জলের কাছে,
বার্তা দিলাম সে বিনে আর
কেই বা আমার আছে।
বার্তা দিলাম ফুলের ছোঁয়ায়
আকাশ বাতাস জুড়ে,
বার্তা পেয়ে আসতো যদি
বন্ধু আমার উড়ে।
বার্তা লিখি সবুজ পাতায়
অবুঝ মনের কথায়,
বার্তা পেয়েও কেউ আসে না
আমার গল্প গাঁথায়।