** কবি নায়ার সুলতানা লাবণীর কাছে কৃতজ্ঞ ভাবনার যোগান দেয়ার জন্যে।
ফাগুন রাঙ্গা আগুন তুমি
পলাশডাঙার ফুল,
মৌ পোকাতে ভরে গেছে
চারপাশে বিলকুল।
হলুদ রোদে উঠোন ভরা
ধানের ক্ষেতে চাষী,
কিষাণ বউয়ের মুখে দ্যাখো
ভরা মিষ্টি হাসি।
ধাপুর ধুপুর ঢেকির তালে
চালের গড়াগড়ি,
পিঠাপুলির মিষ্টি সুবাস
ছড়ায় সারা বাড়ি।
রসের হাড়ি চুলোর উপর
জামাইর ব্যাদান মুখ,
ক্ষীর পায়েসে মন মজাতে
হয়েছে উন্মুখ।
এদিক ছোটে ওদিক ছোটে
ছেলে বুড়োর দল,
বারো মাসে তেরো পার্বণ
কোথায় পাবো বল।