মাঠ ভরা তার সবুজ আঁচল
নীল ফুলে ঢাকা জমিন,
আহা আহা কী অপরূপ রূপে
হৃদয় হলো আজ বিলীন।
শিশিরের কণা ছুটে ছুটে আসে
ছোঁয়া পেতে শুধু তার,
পৌষ পেরোলেই দেখা মেলে মাঘে
মন চায় হারাবার।
মটরের লতা হেলেদুলে ওঠে
বাংলার মাটি ফুঁড়ে,
ফুলে ফসলে ভরে তোলে সে
কিষাণীর ভাঙা কু্ঁড়ে।
ইট কাঠ আর পাথরে গড়া
অসভ্যতার নগর,
ইচ্ছে করে ছেড়ে যেতে আজ
পথ বিছানো কাঁকর।
মটরশুঁটির সবুজ মায়ায়
উড়ু উড়ু করে মন,
বাংলার বুকে সবুজের সাথে
কাটুক সারাটি ক্ষণ।