ফাগুন এলেই কাঁদতে বসে
চোখে মেখে গ্লিসারিন,
মেকী জলে বুক ভাসিয়ে
সুখ খুঁজে পায় অর্বাচীন।
মাস পেরোতেই সব ভুলে যায়
বাংলা কইতে পায় শরম,
বিজাতিদের লেবাস ধরায়
মিডিয়াতে সরগরম।
ভাবখানা তার এমনি যেন
চৌদ্দগুষ্টি বিলাতী,
ময়ূর পুচ্ছ কুড়িয়ে লাগায়
হতে তাদের স্বজাতি।
চাল চেনে না, ডাল চেনে না
খই মুড়িতে এলার্জী,
পিজ্জা, বার্গার, হট ডগেতে
মরতে রাখে প্রাণ বাজী।
বাংলা মায়ের মিষ্টি ভাষা
বাংলা মায়ের শত পদ,
ভাল্লাগে না যাদের কাছে
সামনে তাদের ঘোর বিপদ।
বাংলা আমার, বাংলা তোমার
নয় তো কারো দয়ার দান,
জীবন দিয়ে রুখবো সবাই
বাংলা মায়ের অপমান।