শুনতে পেয়েছো কান পেতে তুমি
বহতা নদীর কান্না,
দ্যাখো নি তুমি ঝরা পাতাদের
আর্তনাদ ভরা বন্যা?
জল থৈ থৈ গভীর নদী
শোকে হারায় গতি,
হারিয়ে গেছে বাঙলা মায়ের
সুখ দুঃখের সাথী।
সম্ভ্রমহারা মেয়ের চোখের
অঝোর ধারার জল,
মুছবে কে আজ স্নেহচ্ছলে
বুকে দেবে বল?
শকুনের দল আকাশ ভরে
করছে ওড়াউড়ি,
পিতা বিনে বাঙালি আজ
নাটাই ছেড়া ঘুড়ি।
শিয়াল কুকুর হায়েনার দল
বিজয় মিছিল করে,
দেবেই এবার আগুন জ্বেলে
বাঙলা মায়ের ঘরে।
বাঙলা মায়ের দামাল ছেলে
আজো আছে জেগে,
তোমার ডাকেই আসবে ধেয়ে
একাত্তরের বেগে।
থাক না বিভোর অলীক স্বপ্নে
আলবদর আর শামস,
বঙ্গবন্ধুর সোনার বাঙলায়
আর পাবে না দাম।
পিতা আছেন চেতনাতে
ধারক বাহক হয়ে,
বাঙালি আজ বীরের বেশে
রাজাকাররা ভয়ে।