ব্যস্ত ছিলাম ঘর গোছাতে
ব্যস্ত বাসা পেশাতে,
বাছ বিচারের ধার ধারি নি
অসৎ সঙ্গে মেশাতে।
সুখ খুঁজেছি টাকার মাঝে
সুখ খুঁজেছি দালানে,
বুঝি নি তো একটিবারো
ঘুণ ধরেছে চালানে।
ভাবতে হবে এবার বসে
কেন এলাম এই ভবে,
আসার পরে কোথায় যাবো
সেথায় পাশে কে রবে?
আর করো না নষ্ট সময়
হেলায় ফেলায় জীবনটা,
বাজতে পারে যখন তখন
বিদায় নামের ঘণ্টাটা।