চলে গেছো তুমি হঠাৎ করে
যখন কেউ এসে জানালো,
বুকের ভেতর কে যেন বসে
অঝোর ধারায় কাঁদালো।
হাসি ভরা মুখে আপা ডাকটা
এখনো যেন শুনছি,
টলোমলো করা আঁখি জল নিয়ে
দিন ক্ষণগুলো গুনছি।
এইতো সেদিন এসেছিলে ছুটে
আপাকে রিসিভ করতে,
হাওয়ায় তুমি ভেসে গেলে কেন
বাদল হয়ে ঝরতে।
আরো কত স্মৃতি আরো কত কথা
জ্বল জ্বল জ্বল  করছে,
বুকের ভেতর চাপা কান্নারা
গুমরে গুমরে মরছে।
আকাশের বুকে খরা রোদ ভরা
মেঘেরা অন্তঃপুরে,
আর তো পাবো না বাদলের দেখা
চলে গেছো বহু দূরে।

৩০/৯/২০১৮