আত্মায় বাঁধো সত্যরে তুমি
বসন ব্যাসনে নয়,
নাভিশ্বাসে ডুবে ডুবে মরে
তিলে তিলে হবে ক্ষয়।
আড়েঠাড়ে তুমি বলে যাও ম্যালা
এলোমেলো বহু কথা,
নির্বুদ্ধিতায় হয়ে যাও সেরা
সত্যকে দিয়ে ব্যাথা।
মুক্ত মনে জেনে নিতে তোমার
কেন হয় এত দ্বিধা?
বাঁধাটা তোমার বাহিরে নয় বন্ধু
মনের গহীনে গাঁথা।
ভয় হয় পাছে সত্য যদিবা
দাঁড়ায় সম্মুখপানে,
লুকানো কালো ঢাকবে কোথায়
ভাবছো মনে মনে।
ছয় নয় করে কতদিন চালাবে
বেজে কিছু কিন্তু ঘণ্টা,
জেনে নাও তুমি সরল সত্য
স্থির করে মনটা।