* লেখাটি যাকে উদ্দেশ্য করে, আমার জীবনের বিনিময়ে হলেও তাকে যেন স্রষ্টা তার রহমতের ছায়াতলে রাখেন।      

মিষ্টি তোর এই হাসির তোড়ে যাক উড়ে সব বাধা
তোর আলোতে লাগুক ঝলক, লাগুক সবার ধাঁধা।
ছাঁয়া হয়ে আছিরে তোর, থাকবো সদা পাশে,
প্রাণটা যদি যায় চলে যাক দূরাচারী নাশে।
এই জীবনে নাই কিছু আর নতুন করে পাওয়ার
আছে কেবল তোকে নিয়ে নতুন সুরে গাওয়ার।
এই দিনে তুই এসেছিলি জগত আলো করে,
তোকে নিয়ে দেখবো স্বপন সারা জীবন ধরে।
আমার জীবন দিলাম তোকে, দিলাম আমার শ্বাস,
বিস্ময়ে সব থাকবে চেয়ে দেখে তোর বিশ্বাস।

২২/১০/২০১৮