মেঘে ঢাকা নীল আকাশের
ওপারে তার বাড়ি,
গাল ফুলিয়ে অভিমান আর
কথায় কথায় আড়ি।
তারাগুলো ডাকে তারে
ডাকে মেঘের পাশে,
চাঁদের সাথে লুটোয় পুটোয়
বৃষ্টি দেখলেই হাসে।
মেঘ বালিকা মেলছে পাখা
শুভ্র বনের কাশে,
আমার মনে শুধু যে তার
মুখখানি আজ ভাসে।
মিষ্টি বোলের ডাকটিতে তার
মধুর স্রোত বয়,
আসবে আমার আঙ্গিনায় সে
মিথ্যে মোটেও নয়।