থাক না সে সব দিনের কথা
নাই বা জানুক আর,
ঘরের কথা আজকে না হয়
না হোক ঘরের বার।
কী লাভ হবে ও শুনে
ক্ষতি তো নয় কম,
অমন দিনের কথা নিয়ে
লাফায় লাফাক যম।
এই তো ভাল কাটছে সময়
সুখের নদী বেয়ে,
দুর্মুখেরা জীবনটা ভর
মুখটা মোছে খেয়ে।
কেটে গেছে আঁধার ঢাকা
রাতের শেষ প্রহর,
চারিদিকে এখন কেবল
আলো ফোঁটা ভোর।