** আমার কবিতার গুরু অগ্রগামী কবি ফারহাত আহমেদকে উৎসর্গ করছি আজকের কবিতাটি কারণ তার "অকুতোভয়"  কবিতার পিঠে এই কবিতার সৃষ্টি।                

একটা পাপের করতে মোচন
একটা জীবন লাগে,
পাপ মোচনের যুদ্ধে এখন
উঠছে শঙ্কা জেগে।

হারার আগেই হেরে যাবো
মরার আগেই ভূত,
গল্পগুলো শুনতে ভারী
লাগছে যে অদ্ভুত।

হাত ধরেছে স্বপ্ন আমার
পথ দেখাতে আলোয়,
বাঁধা নামের ভূতগুলো আজ
পালাও ভালোয় ভালোয়।

নামেই কেবল অকুতোভয়
এমন যারা ভাবে,
বোকাগুলো ভাবলে এমন
কীই বা আসবে যাবে?

এক জীবনে হার মেনেছি
ওটাই হারের শেষ,
হারার পরেও জিততে পারি
আমিই বাংলাদেশ!!