আমি কবি, খেলি তাল আর ছন্দ লয়ে;
পাঠকের মনোবাগানে বিচরণ আমার
নিঃসংকোচতায় আর নির্ভয়ে।
কখনো ভাসি আমি কল্পনার আকাশে
কখনো বেড়াই সাঁতরে সাগরে,
শব্দের মালা গেঁথে গলায় পরার কৌশল
আমি জানি, জানি তা করতে হয় কী করে।
কল্পনার ফানুসে ভেসে ভুলে যাই
আমি নির্মম এক বাস্তবতা,
আছড়ে পড়েও পারি না করতে উপলব্ধি
আমার অসহায় অক্ষমতা।
কাঁচা বাজারের মেছো পট্টিতে
কিংবা শাক পাতার দোকানে,
ঘর্মাক্ত শরীরে সস্তা খুঁজে হই হয়রান
আর রক্তাক্ত হই মনে মনে।
আমি কবি, চেনে আমাকে কত শত শত পাঠক!
অথচ পেটের দায়ে আমাকে হয় খুঁজতে,
দিন শেষে পড়ে থাকা উচ্ছিষ্ট মাছ আর সব্জীগুলো
খাদ্যোপযোগী কিনা তা বুঝতে।
আমি কবি, লজ্জায় আড়ষ্ট হতে হতেও
হই না আমি আড়ষ্ট,
পঁচা মাছে মেথির মিশ্রণে উদর পুর্তি শেষে
পুনরায় কাব্য চর্চায় হই নিবিষ্ট।