আম বাগানের আশেপাশে
নুন মরিচের খেলা,
ছেলে মেয়ে আয়রে তোরা
করিস নে আর হেলা।
টুপুস করে যেই না পড়ে
একটা দুটো আম,
যায় ছুটে সব ছেলে মেয়ে
দেখে না ডান বাম।
কালবোশেখী ঝড়ের তোড়ে
পাগলপারা ডাল,
হেলেদুলে পড়বে কখন
ভেঙে ঘরের চাল।
ও সব নিয়ে ভাবাভাবির
সময় কোথায় আর,
ছোঁ মেরে চল আমটা নিয়ে
হই যে পগারপার।
বৃষ্টি এলে ঝুমুরঝুমুর
কচু পাতার তলে,
আম মাখাবো সবাই মিলে
নুন মরিচে ডলে।