আকাশ কেঁদেছে অঝোর ধারায়
কালকে পুরো রাত ভরে,
আমি কেঁদেছিলাম তোমার বুকে
তোমার দুটি হাত ধরে।
আকাশের মনে ব্যথা ভরা আজ
এক অজানা কারণে,
আমার মনটাও ব্যথায় কাতর
চায় না থাকতে তুমি বিনে।
আকাশ কেঁদেছে, কেঁদেছি আমি
ছিল যখন সব ঘুমিয়ে,
কেউ দ্যাখেনি আমার পাশে-ই
অপলক ছিলে তুমি চেয়ে।
আকাশ কেঁদেছে, কেঁদেছি আমি
জলে মিশে একাকার,
ডাকো কিনা তুমি সে আশাতেই
চেয়েছিলাম বারবার।
২৩/৮/২০১৭