এই তো ক দিন আগে হাসিমুখ করে তুমি
কত কথাই না বলতে,
আজ কেবল পটে আঁকা ছবি তুমি
স্মৃতি রোমন্থন পথ চলতে।
মিশন ভিশন সবই ছিলো তোমার
একটি আলোকে ঘিরে,
সে পথেই হেঁটে হেঁটে তুমি
না ফেরার দেশে গেলে ফিরে।
প্রশ্ন রেখেছিলাম, অতৃপ্তি নেই তোমার?
নেই কোন ইচ্ছে মনের ভেতর?
হেসে বলেছিলে, যা পেয়েছি আমি
তাতেই জুড়িয়ে যায় আমার অন্তর।
তোমার হৃদয় জুড়ে ছিলো জানি
শুভ্র আলোয় ভরা এক ফোয়ারা,
সে আলোতে আমি, তুমি, সে;
ভিজে হতাম আত্মহারা।
চলে গেলে তুমি হঠাৎ করে আজ
কাটিয়ে সকল মায়া,
জানো কী তুমি আমরা এখানে
ধরে রাখবো তোমার সকল কল্যাণকর কাজের ছাঁয়া।
এক জীবনে এক ভুবনে তুমি আমি আর আমরা
খুঁজেছি আলো, আলোর ভুবন;
মহাজগতিক সফর তোমার হোক শান্তিময়
বয়ে যাক নিরন্তর মৃদুমন্দ পবন।
****কানিজ ফাতেমা রুমা আপা, আলোর ভুবনের সৈনিক, চলে গেলেন আজ।