আহারে আহারে এ কোন সুর বাজে
বাজে কোন আম্রকুঞ্জে ?
উথাল পাতাল ঢেউয়ে আমার
হৃদয়ের কথা গুঞ্জে।
কোথা হারালো ভ্রমরের সুর
কোন সে ফুলের বুকে?
বলো না সখী বলো না আমায়
কে ভাসালো তারে সুখে?
ঘাসের সাথে মিতালী পাতিয়ে
ফড়িং মেললো ডানা,
নীল আকাশের মেঘের ভেলায়
ভাসতে নেই রে মানা।
আহারে আহারে এত সুখ আজ
কেন যে আকাশে বাতাসে,
বল তো সখী দোষ কেন এত
মনের কথা প্রকাশে?