আহা মন মজিলো মন মজিলো
কাঠাল আঠা পিরিতে
কাব্য গুনে হিরো পেলো
হিরোইন তার ফ্রি তে।
আহা মন মজিলো মন মজিলো
ভরা গাঙ এর জোয়ারে,
পরকীয়ার ফাঁদে পড়ে
কাটছে জীবন খোয়াড়ে।
আহা মন মজিলো মন মজিলো
বলছে না আর হিরো আজ,
ছ্যাকার পরে ধোঁকা খেয়ে
হিরোইনের মাথায় বাজ।