বেশ তো ছিলাম দু দিন ধরে
আলোর ভালোর মেলায়,
অতীত ভুলে মেতেছিলাম
কি এক আজব খেলায়!
দালান কোঠা ছাড়া জগত
মাথার উপর আকাশ,
চারিপাশে সবুজ বনে
অবারিত বাতাস।
পাহাড় ভেঙে পথ চলেছি
ঝিরির জলে ভিজে,
নগর ছেড়ে অপার সুখে
আহা শান্তি কি যে!
ভুলে গেছি ছকে বাঁধা
নিত্য দিনের কথা,
গহীন বনে খুঁজে পেলাম
জলের গল্প গাঁথা।
ফুলের মতো শিশুগুলো
সামনে যখন আসে,
আপন শিশুর কথা ভেবে
চোখের জলে ভাসে।
মায়ের ছোঁয়া, বাবার আদর
ভাগ্যে ওদের নেই,
কেমন করে গড়ছে জীবন
ভেবে হারায় খেই।
আবার এসো বন্ধু সবাই
রইলো নিমন্ত্রণ,
পাহাড় ঘেরা এই না দেশে
করবো তোমায় বরণ।