সাধ আর সাধ্যে ফারাক তবু
ইচ্ছে মনে জাগে,
মিলেমিশে থাকবে ভালো
গভীর অনুরাগে।
এইটুকু পথ এগিয়ে চলো
ধৈর্য সাহস নিয়ে,
ক দিন বাদেই কাটবে জীবন
দুধে ভাতে ঘিয়ে।
আশায় আশায় দিন গুনে যায়
এই বুঝি হয় শেষ,
দুঃখের দিনের রইবে না আর
কোনোই অবশেষ!
দিন কেটে যায় নিয়ম মেনেই
যায় না শুধু আঁধার,
আবার চলা হলো শুরু
আশায় কিছু পাবার।