কবি অনিরুদ্ধ বুলবুল বলেছিলেন একজন কবির কবিতায় শুধু নয়, তার পুরো যাপিত জীবনে তাল ছন্দের সমন্বয় থাকে। কথাটি ভাল লেগেছিল। এলোমেলো জীবন কার ভাল লাগে? কবি মানে বাউন্ডেলে, কবি মানে ঝাঁকড়া চুল এ ধারণা আমার দূর হয়ে গিয়েছে বাঙলা কবিতার আসরে এসে।
এখানে এসে দেখেছি কবি রুনার মতো সংসার, সমাজ, পেশা সামলানো মানুষ। দেখেছি শ্রদ্ধেয় খলিলুর রহমান স্যারের মতো দায়িত্ববান মানুষ, দেখেছি কবি মনিরুজ্জামানের মতো পরিশীলিত ব্যক্তিত্ব। সবার প্রিয় দাদাভাই কবীর হুমায়ূন গোছানো পরিপাটি জীবন যাপন করেও কাব্য চর্চা চালিয়ে যাচ্ছেন দিব্যি। কবি ফারহাত আহমেদ চ্যালেঞ্জিং পেশায় থেকেও কবিতায় তার স্বতস্ফুর্ত বিচরণ।
এই আসরে এসে পেয়েছি কবি পরিচয়, পেয়েছি অনেক গুনী মানুষের ভালবাসা, স্নেহ। এই আসরের প্রতি ঋণের শেষ নাই আমার। এই ঋণ শোধ করার সাধ সাধ্য কোনটাই আমার নাই।
আছে কেবল অফুরন্ত ভালবাসা। ২০১৯ এর এই প্রথম প্রহরে আসরের সব বরেণ্য কবির প্রতি নতুন বছরের শুভেচ্ছা আর শুভ কামনা। ২০১৯ হোক আসরের নতুন পথ চলার বছর।