আমি তোমাতে হয়েছি হারা
আমি নিত্য প্রেমের ধারা।
তোমারি মাঝেতে খুঁজেছি নিজেকে
পাইনি তোমার সাড়া।
তুমি রয়েছো মোর মনে
হয়ে ফল্গু নদীর ধারা।
স্মরি গো তোমারে দিবসরজনী
যে মতো যোগিনীপারা।
প্রবল গীষ্মদিনে
তুমি হয়েছো মোর ছায়া।
ক্লান্ত পথিক আমি
তবু কাটেনি তোমার মায়া।
আমি ফিরে ফিরে আসি
তোমারি দ্বারেতে।
ভিক্ষুক হয়ে নয়
পূজারিনী বেশে।
যদিও জানি শূণ্য দুহাত লয়ে
ফিরিব আমি শেষে।
তবুও কভু না আমি ভুলি
তোমারে ভালোবাসিতে।