হৃদয় দুয়ার খুলে দিলাম
ঝড় এসেছে ঝড়।
মোর নৌকা খানি বাঁধা ছিল
খেয়া ঘাটের পর।
ছিড়লো বাঁধন এক নিমেষে
ভাসলো সে তো খরস্রোতে।
জানি না যাব কোথায় ভেসে।
কোন সে সুদূর কোন সে দেশে।
দিশাহীন আমি
কোন পথে চলেছি আমি না জানি।
শুধু ধরেছি ঝড়ের হাত।
যেথা নিয়ে যাবে যাব সেথা।
জানি না কি আছে অদৃষ্টে লেখা।
পাল তোলা ঐ নৌকাতে
বেঁধেছি মোরা ঘর।
জানি না কখন আসবে আঘাত
ভাঙবে সুখের ঘর।
দুরু দুরু বুকে তবু চলি ঝড়ের সাথে
বলি মনের কথা ঝড়ের কাছে।
শুকনো ঝরা পাতার মতো
ছুটে চলি ঝড়ের ডাকে।
জানি ফেলে যাবে একদিন
কোনো মোহনাতে।
পড়িব অকূল পাথারে আমি
তবু ঝড়কেই ভালোবাসি আমি।
আমি শুধুই ঝড়ের প্রেয়সিনী।
একদিন ডুবিব নিশ্চিত আমি জানি।



12.01.2022