পেয়েছি তোমায় মনের গভীরে
কি বাণী সুধা দিলে ঢেলে।
পশিলে অন্তরে আলোকমালা হয়ে।
বহু বছরের মৌনতা
ভেঙ্গে দিয়ে কহিলাম কত কথা।
তুমি সব শুনে বলো মোরে
ভুলে যাও সব ব্যাথা।
যখন ভাঙিতে ছিল মোর ধৈর্য্যর বাঁধ
তুমি এসে ধরিলে মোর হাত।
শান্ত হলাম আমি
শুনে তোমার মধুর বাণী।
আমি যেন এক তৃষ্ণার্ত মরুভূমি
আর তুমি শীতল বারিধারা।
আমি তোমাতে হয়েছি আত্মহারা।
তুমি এসেছো মোর জীবনে
হয়ে অমৃতনদীর ধারা।
রও তুমি মোর সাথে
মরুভূমির বুকে
হয়ে স্নিগ্ধ শীতল জ্যোৎস্না রাত
এই শুধু মোর প্রার্থনা।