মনের আন্তরিকতা দিয়ে
বাঁধছো আমায় আপন করে।
আবার প্রশ্ন করো
আপন হলাম কি করে?
তোমার প্রেমে ধরা দেবো।
সমাজ বাঁধন ভুলে যাবো।
জীবন পথের পথিক হবো।
শুধু তোমার সাথেই আমি যাবো।
তোমার পথেই পথ হারাবো।
তোমার মনের ঠিকানা জানার
আমার নেই কোনো দরকার।
তুমিই তো আমার বিশ্বাস আর অহংকার।
আমার শ্রেষ্ঠ অলংকার।
তোমায় ছাড়া আমার
নেই আর কিছু দরকার।
আমার উষ্ণতা শুধু তোমার নামে।
আমার পরম পাওয়া শুধু তোমার দানে।
শিখছি শুধু তোমার কাছে
জীবনটাকে বাঁচার মানে।
আমার সকল ইচ্ছা
সকল স্বপ্ন শুধু তোমার পানে।
আমার জীবন সফল হবে
শুধু তোমার সুরে তোমার গানে।
আমার সকল আশা পূর্ণ হবে
শুধু তোমার দেওয়া আলিঙ্গনে।