ভালোবাসি তোমায় সীমাহীন
ভালোবাসি তোমায়  স্বার্থহীন
ভালো চাই তোমার অপরিসীম
তবু তুমি এলে না মোর জীবনে
হয়ে স্বপ্ন রঙিন।
যদি বলতে, চলতে চাই
তোমার সাথে সারাটি দিন
আমি আসতাম চলে, হয়ে দ্বিধাহীন।
যদি বলতে ,চলতে চাই
তোমার সাথে জীবন পথে
আমি আসতাম, তোমার সাথে হয়ে শর্তহীন।
তুমি ছাড়া মোর দিনগুলি
মনে হয় বড়ো মলিন।
তবু জেনে রাখো তুমি
তোমার সাথে চলা সেইক্ষণগুলি
চিরকাল রয়ে যাবে মনে হয়ে অমলিন।
মন জুড়ে শুধু রয়েছ যে তুমি
বুঝতে পারিনি তো আমি কখন তুমি এসে
মোর হৃদয় আসনে তুমি হলে আসীন।
শুধু বুঝেছিলাম তোমার মনুষ্যত্বে মুগ্ধ যে আমি।
জানি না  আমি নিজে,কখন তোমার মাঝে
আমি নিজেই হলাম বিলীন।
জানি মোর স্বপ্নগুলো কোনো দিন
হবে না তো বাস্তব,রইবে সব রঙহীন।
তবু ভালোবাসি তোমায় আমি হয়ে স্বার্থহীন।
যেখানেই থাকো তুমি হও সুখি আর দুঃখহীন।
এতেই সুখী হবো আমি চিরদিন ।।