আলোর উৎসবে মেতেছে আমার শহর
এসেছে পূজার দিন
আনন্দ মুখর চন্দননগর।
দিকে দিকে কত আয়োজন
কত অভিনব সৃষ্টি
কলাকৌশল প্রদর্শন।
প্রজ্জ্বলিত ধূপদীপ
আড়ম্বরে ঘটস্নান।
বিশালাকার জগদ্ধাত্রীপ্রতিমা
প্রতিধ্বনিত হয় মন্ত্রোচ্চারণ।
সুর সংগীত আসে ভেসে
চারিদিকে প্রাণোচ্ছ্বল জনস্রোত।
শুধু আমার দুয়ার বন্ধ
জাগে না আমার প্রাণ।
আঁধারে ডুবে আছে
আমার নিঃস্ব মন।
ঢাকের শব্দ যেন
হৃদয়ে করে আঘাত।
অসহ্য ভীষণ অসহ্য
জীবনের কষাঘাত।
কটুকথা ভারে
হৃদয় আজ ক্ষতবিক্ষত।
বুক যেন পাথর চাপা  
নীরবে বয়ে যায় চোখের জল
থামে না তো আর।
বলো ঈশ্বর,
তুমি রেখেছো কি
আমার চোখের জলের হিসাব?


29.10.2022
চন্দননগর