সুমিষ্ট নয় দুঃখ যাতনাময়
মহিলা চিনি শ্রমিকের জীবন।
আখফলনের কয়েক মাস যাবৎ
অক্লান্ত অতি কঠোর পরিশ্রম।
সহেনা কোমল নারী শরীর
অধিক রক্তক্ষরণে শীর্ণ জীবন।
দরিদ্র অষ্টাদশী যুবতী অনুপায়
অস্ত্রোপচারে গর্ভাশয় উৎপাটন।
কসাই ডাক্তার অতি মিথ্যাবাদী
অর্থলোভে কহে মিথ্যা ভাষণ।
সন্তান ইচ্ছা বিনা অপ্রয়োজনীয়
অনাবশ্যক অঙ্গ জরায়ু নাড়ি।
সমগ্র গ্রাম অঞ্চল জঠরবিহীন
অতিঅল্পায়ু নারী স্বাস্থ্যশিক্ষাহীন।
ন্যায্যপারিশ্রমিক বিশ্রাম নিরাপত্তা
শ্রমআইন সবই বৃথা পুঁথিপ্রবচন।
অনাহার অপুষ্টি অস্থিক্ষয় নিত্যসঙ্গী
যুগযুগ চলিছে অমানবিক আচরণ।
প্রতিবাদী হোক সুশীল সমাজ
প্রণীত হোক উপযুক্ত শ্রমআইন।
বর্জিত হোক স্বল্পপারিশ্রমিকে উৎপন্ন
চিনিশ্রমিকের রক্তঅশ্রুমিশ্রিত চিনি।
অনাহার অবিচার মাতৃত্বের আর্তনাদে
বিস্বাদ তিক্ত ঘৃণ্য হইলো চিনি।