হাজার ভিড়ের মাঝেও
শূন্যতা ঘিরে ধরে।
না বলা কথা গুলো
অশ্রু হয়ে ঝরে।
মন দ্বিধাহীন দ্বন্দ্বহীন
পেয়েছি পরশমনি।
ভাগ্যের পরিহাস
পেয়েও না পাই আমি।
বিদ্রোহী মন
হয় আবেগপ্রবণ।
শত শত ঢেউ
কূল না পায়।
যত ইচ্ছেতরী
নিচ্ছে সলিল সমাধি।
দেখি নির্বাক নিশ্চুপ
আমি মোহনায়।
হৃদয় কুঞ্জে ওঠে
নীরব আর্তনাদ।
শরবিদ্ধ পাখি
না করে আর ডাকাডাকি।
রয় অধীর অপেক্ষায়
কখন কণ্ঠ স্তব্ধ হয়।