টুকরো টুকরো স্মৃতি দিয়ে
গাঁথছি আমি জীবনমালা।
একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে
রয়ে যাবে শুধু কথার মালা।
আঁধার ভরা অতীত ছেড়ে
যাচ্ছি আমি আলোর পথে।
তবু মাঝে মাঝেই আসে নেমে
মেঘ ভাঙ্গা ঐ বৃষ্টিধারা।
কাঁটার পথে চলে চলে
পাথর এখন পায়ের পাতা।
আঘাত যতই আসুক নেমে
নোয়াই না তো আমি মাথা।
বিষের ঘড়া পান করেছি
রক্তধারায় স্নান ।
তবুও এ দেহ মন্দির মাঝে
রয়েছে ধরা প্রাণ।
মায়ার বাঁধন ছিন্ন হলো।
স্বপ্নগুলো পুড়ে গেলো
নির্বাক আমি নিষ্প্রাণ।
তবু জীবন পথের যাত্রী আমি
আঁধার রাতে খুঁজে ফিরি
এক চিলতে আলোর নিশান।
অপেক্ষা করি দশমীর
কবে হবে বিজয়া ভাসান।
সব গ্লানি অবসান।
11.03.2022