সীমান্ত সীমান্ত সীমান্ত
যুদ্ধের নাই সমাপ্তিঅন্ত
সীমিত জীবনে দিকভ্রান্ত
বৃথা আস্ফালনে উদ্ভ্রান্ত
মৃত্যুতে স্তব্ধ কুচক্রান্ত
রক্তস্নাত ধরণী যুগযুগান্ত
রাজআদেশ পালনে সামন্ত
গৃহিপরিজন দুশ্চিন্তায় ক্লান্ত
প্রার্থনা অপার অনন্ত
সীমান্তযুদ্ধ হোক ক্ষান্ত
অমানিশা হোক অতিক্রান্ত
নবপ্রভাত শান্তিতে প্রাণবন্ত
বিশ্বভ্রাতৃত্ববোধে শুদ্ধ দিগন্ত
শুভচেতনায় মনুষ্যত্বের দৃষ্টান্ত।