চৈত্রকৃষ্ণাদশমীর আঁধার রাত্রি
ভেদ করি চলিল যাত্রী।
অযুত কোটি নক্ষত্রপথে
পাড়ি দিলো আত্মা বিদেহী।
মৃত্যু অনন্ত বিচ্ছেদ  
অনুভবে কাঁদিল শিশু প্রাণ।
যমরাজ নিতান্ত নিষ্ঠুর
অগ্রাহ্য করিল শিশুর আবেদন।
পিতৃশোকে তাপিত হৃদয়
ঈশ্বরবিমুখ  রহিল দীর্ঘকাল।
সময় স্রোতে ভাসিল তরী
নাহি গন্তব্য কূল কোনকাল।
নোঙর ফেলি হইবে স্থির
দিল না কেহ স্থান।
অনন্তের পথ রহিল উন্মুক্ত
একমাত্র পথ মৃত্যুর আহ্বান।
প্রবঞ্চনাময় জগত সংসার
মৃত্যুতেই মুক্ত অসহায় প্রাণ।
মননেবচনে কাঙ্ক্ষিত ইপ্সিত
মৃত্যু পরমমিত্র শান্তিদাতা মহান।