সামান্য দাবি
কর্তৃত্ব ছাড়ো
অযোগ্য পদাধিকারী।
গণতান্ত্রিক দেশ
জনতার জনাদেশ
করো শিরোধার্য।
আর কত
ক্ষমতার দম্ভে
মাতৃক্রোড় শুণ্য।
নিরীহের রক্তে
পাপের ঘড়া
হয়েছে পূর্ণ।
জনতা দয়াবান
চাইছে মাত্র
সিংহাসন মান।
খোঁড়েনি কবর
নেয়নি ছিঁড়ে
মুন্ড গর্দান।
শান্তি নয়
রক্ত চাইছিস
নির্লজ্জ শাসকদল।
বিবিধ অস্ত্রহাতে
নেমেছিস পথে
আন্দোলন ঠেকাতে।
মহামূর্খ শাসক
সাক্ষাৎঅগ্নি দিলি
বারুদের পাহাড়ে...
আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী
সমগ্র বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও রাষ্ট্রনীতির আলোচনা সমালোচনা বিচার বিশ্লেষণ ও সমস্যা সমাধানে দিকনির্দেশনা রাষ্ট্রবিজ্ঞানের
অবিচ্ছেদ্য অংশ।সেই আলোকে এই লেখা,কোন দেশ বা জাতির নিন্দা করা উদ্দেশ্য নয়। মানবকল্যাণ মানবাধিকার প্রতিষ্ঠা সকলের ন্যায়াধিকার প্রতিষ্ঠাই রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য। সর্বোপরি বিশ্বভ্রাতৃত্বে বিশ্বাসী আমি। দেশ সীমানা ধর্ম জাতির ঊর্ধ্বে উঠে মানবতা ও মানবাধিকার প্রতিষ্ঠা হলো রাষ্ট্রবিজ্ঞানের লক্ষ্য। আমি এই শুভ মানসিকতা সম্পন্ন।