ভেঙেছি গড়েছি
নিজেকে বারবার।
বন্ধুর পথে চলি
নির্ভয় অনিবার।
আসুক বাধা
আসুক ঝড়।
তবু চলব সেই পথে
যেথা আছে আলোর ঘর।
জীবনের পথে চলি
শত আঘাত ভুলি।
তোমাতে হারাই
তোমাতে বাঁচি
দিই পূজার অঞ্জলি।
সদাই স্মরণে তুমি
ধৈর্য দাও আনি।
যেন কনকচাঁপা
ফুল হয়ে যাই
সুবাসিত মন একখানি।
পূজি যে তোমায়
হৃদয়াসনে।
লভিবো তোমায়
প্রতি জনমে।
দৃঢ় বিশ্বাস
তোমার চরণে।