আজ আশ্বিন শুক্ল মহাষ্টমী
পূণ্যদিন শিউলি সুরভিত ভোর।
দিকে দিকে উৎসব আবেশ
উচ্ছ্বল হৃদয় আনন্দে বিভোর।
পূজার ফুল মালা নৈবেদ্য
কাসর ঘন্টা ঢাক শঙ্খধ্বনি।
রজনীগন্ধা যূথিকা সুগন্ধি আতর
ধুনা কর্পূরে সুবাসিত অবনী।
চন্ডীপাঠে মুখরিত পূজা প্রাঙ্গণ
মাতৃমন্দিরে আজ শান্তির বাণী।
তবুও বিষন্ন হৃদয় আমার
আনমনে দেবী সম্মুখে আছি।
প্রিয়মুখ সব হারালো সময়স্রোতে
মিথ্যাহাসির আন্তরালে আজ বাঁচি।
জীবননদী দিশাহারা নিকষ আঁধার
নিশ্চুপমন বহে কঠিন স্মৃতিভার।
পুষ্পাঞ্জলি মন্ত্রোচ্চারণ অর্ঘ্য নিবেদন
সবই আচারঅর্চনা নিষ্ঠাভরি করি।
তবুও নিরানন্দ শূণ্য মন
অকুল পাথারে আছি পড়ি।
জীবনপথ প্রদর্শক হও দেবী
করজোড়ে প্রার্থনা এই করি।