মন চলো
নিজ নিকেতনে।
আমি পথভ্রান্ত পথিক
ফিরি একা বনে বনে।
ঘুচাও মোহ ঘুচাও মায়া
আর না ফিরি এই ভুবনে।
ফেলে আসা দিন
যেন আর না হয় স্মরণ।
প্রভু নিয়ে চলো
তোমার অমর কানন।
পূজিব তোমার
কোমল চরণ।
গড়ে নাও আমায়
তোমার মনের মতন।
উঠুক মনে
তোমার নামের অনুরণন।
দিবানিশি প্রতিক্ষণ
যেন শুনি তোমার কথন।

ভোর 04.45 AM
বৃহস্পতিবার 08.12.2022
চন্দননগর