প্রভু তোমার করুণাধায়ায়
সিক্ত করো এ মন।
ভুলে যাই যেন সব কিছু
যতো আঘাত পেয়েছে এ জীবন।
কৃপা করো কৃপানিধান
আমি হয়েছি তোমার শরণাগত।
তোমার জপে তোমার ধ্যানে
দিবানিশি হোক এ মন তাপিত।
আমার ব্যাকুল হিয়ায়
জাগে যেন শুধুই তোমার নাম।


সকাল 7.55 AM
মঙ্গলবার 06.12.2022
চন্দননগর