পেয়েছি তোমায় জীবন মাঝে
দেখেছি তোমায় দুচোখ ভরি।
করুণা তবো, দয়াখানি
দু হাত পাতি, ভিক্ষা মানি।
শূন্য জীবন পূর্ণ করো
তোমার পরশ, বক্ষে ধরি।
ডুব দিয়েছি অথৈ জলে
তোমার নামে পাড় খুঁজি।
মুক্তা মানিক চাই না আমি
তোমার চরণ যাই পূজি।
ভক্তিফুল আর মন
করেছি তবো পদে অর্পণ।
কি আর দেবো তোমায়
বলো, কি ভাবো তুমি আমায়।
মন আকাশে প্রদীপ হয়ে
দীপ্ত তুমি দিবা নিশি।
হৃদয় আসন দিলাম পাতি
তোমার প্রেমে বানভাসি।
প্রতীক্ষা মোর দিবসরাতি
আলোর ভুবন জ্যোতির্ময়ী।
মলিনতা মুক্ত করি
বিলীন করো কৃপাময়ী।