প্রভু,নিস্পৃহ করো নির্বিকার করো
      নির্মোহ করো মোর মন।
      নিষ্কাম করো নির্লোভ করো
      নিষ্পাপ করো মোর মন।
      দ্বেষহীন করো নির্ভয় করো
      নির্মল করো মোর মন।
      নির্দোষ করো ক্রোধহীন করো
      শুচি করো মোর মন।
      আমায় আকুল করো ব্যাকুল করো
      পাইতে তোমার দর্শন।
      অটল করো অবিচল করো
      তবো পদে মোর মন।
      আমি জানি না প্রভু
      কতো দোষ আছে মোর মন মাঝে।
      শুধু এটুকু প্রার্থনা প্রভু
      তুমি গড়ে নাও মোরে
      তোমার নিজের মনের মতো করে।