প্রভু
কেন করো তুমি ছলনা
কেন সহজে কথা বলোনা?
দ্বিধাদ্বন্দে মন অস্হির হয়
করি শত সহস্র প্রার্থনা।
দিকভ্রান্ত স্তম্ভিত শঙ্কিত হয়ে
তোমারই সাহায্য করি যাচনা।
ত্রিকালজ্ঞ পিতা তুমি জগৎপালক
তবুও কেন পথপ্রদর্শক হওনা?
স্নেহময়ী মা তুমি কোমলমনা
তোমার সান্নিধ্য করি কামনা।
বিনিদ্র রাত্রি ব্যাকুল আঁখি
তবুও কেন কাছে বসোনা?
পরমগতি তুমি পরম আপন
তবুও কেন করো ছলনা?