আর কত বন্ধুর পথ বাকি
কাটেনা কেন আঁধার রাত্রি?
ধৈর্য হারা হয় যে প্রাণ
কত দূরে তুমি দয়ানিধান?
ক্লান্ত হৃদয় পারে না আর
কঠিন জীবন পথে চলতে।
শত আঘাতে ছিন্ন মন
চায় সব বন্ধন ভুলতে।
পড়ে আছি ঝরাপাতা হয়ে
একাকী দুর্গম পথ প্রান্তে।
পরমাশ্রয় দাও পরমেশ্বর
অসহায় পথভ্রান্ত পথিকে।
দুঃসহ জীবন পারিনা বহিতে
প্রভু দাও সারা মোর ডাকে।
রচনাকাল:3.00 AM
শনিবার 04.02.2023