কখনো নিরাকার
কখনো সাকার।
কখনো স্বর্ণবর্ণা
কখনো নীলতনয়া।
কখনো রুদ্রাক্ষধারিণী
কখনো রাজরাজেশ্বরী।
কখনো শান্তিদাত্রী
কখনো স্নেহময়ী।
কখনো গৃহবধূসমা
কখনো সুশোভনা।
কতো রূপ ধরো তুমি
করো ভক্ত ছলনা।
অবোধ সন্তান আমি
তোমার লীলা বুঝিনা।
শুধু জানি তুমিই জন্মদাত্রী
তোমার স্নেহেই বাঁচি মা।
সুখ দুঃখের সাথী তুমি
আমার মমতাময়ী মা।



11.01.2023
1.30 AM
চন্দননগর