আমার ভাবনা যতো
তোমাতে হারায়
তোমাতে মিলায় প্রভু।
দিকে দিকে দেখি
তোমার মহিমা
তোমাকে ভুলিনা কভু।
নবপল্লব বিকশিত হয়
নবদিন আসে
সবই তোমারি কৃপা প্রভু।
আশার আলো দাও ছড়ায়ে
পুষ্পে কানন দাও ভরায়ে
সবই তোমার ইচ্ছা প্রভু।
এক নিমেষে অসহায় মনে
করো নির্মল শান্তি রচনা
বুঝিনা তোমার অপার করুণা।
নির্বাক নিশ্চুপ হয়ে
দেখি শুনি শুধু
তোমার অসীম মহিমা।
15.12.2022
চন্দননগর