নিত্য আমি সাজাই প্রভু,
তোমার পূজার ফুলের ডালি।
তোমার পথ চাহি ।
রই যে আমি বসি।
তোমার নাম সাগরে ডুব দিয়েছি ।
কূল না আমি জানি ।
দিবানিশি তোমায় খুঁজি ।
তোমার আঁচল ধরি।
আমি আর কিছু না জানি ।
তোমার কাছে রই যে বসে সকাল সাঁঝে ।
তোমার কথাই শুনি।
মাগো তোমার মধুরবাণী।
আমি আর কিছু না মানি।
তোমার আলতারাঙা চরণদুটি নিত্য আমি পূজি ।
শতেক কাজের মাঝেও আমি শুধুই তোমায় খুঁজি ।
শুধুই তোমার হয়ে বাঁচি।
তোমার ঐ চরণতলে স্বর্গ আছে ।
সেথায় আমার জায়গা খুঁজি।
মাগো আমি আর কিছু না বুঝি।।